হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে জগন্নাথপুরে উমরাহ মিয়া ফাউন্ডেশন কর্তৃক হত-দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী প্রয়াত মোঃ উমরাহ মিয়া কোরেশীর পরিবারবর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন উমরাহ মিয়া কোরেশী ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠালগ্ন ১৯৯০ সাল থেকে নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করা হচ্ছে । এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে উমরাহ মিয়া কোরেশী ফাউন্ডেশন কর্তৃক হত-দরিদ্র মানুষকে সহায়তা করার লক্ষে এই সংগঠন এর চেয়ারম্যান, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর কোষাধ্যক্ষ ও সুনামগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেইভ ফাউন্ডেশন এর আজীবন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ হাবিব আলম কোরেশী ১০ ই মার্চ রোজ রবিবার শ্রীধরপাশা গ্রামস্থ নিজ বাড়ীতে ৩ শতাধিক মানুষ এর মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রুহেল আলম কোরেশী (কাচাবুলি) উমরাহ মিয়া কোরেশী ফাউন্ডেশন এর সদস্য মোঃ জাকুয়ান কোরেশী, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সদস্য জুনেদ আলম কোরেশী, আরমান আলম কোরেশী, আনোয়ার হোসেন, কাজী আপ্তাব মিয়া, মাহবুব আলম ও দেওয়ান আব্দুল ওয়াদুদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :