সিলেট মহানগর ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে কোতোয়ালী থানা ছাত্রলীগের আনন্দ মিছিল


admin প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৪, ১:২১ অপরাহ্ন / ৩৭
সিলেট মহানগর ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে কোতোয়ালী থানা ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট মহানগর ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে কোতোয়ালী থানা ছাত্রলীগ সিলেট মহানগর এর উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়।

রবিবার (১০ মার্চ) রাত ৮টায় কোতোয়ালী থানা ছাত্রলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করায় ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি পৃথ্বিরাজ দত্ত অভিষেক এর নেতৃত্বে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেইট থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, সাব্বির আহমদ, শিমুল আহমদ, আফজল আহমদ, জাবের আহমদ রুপক দাস, লাহিন আহমদ, সুহেল আহমদ, আবুল হোসেন, ওয়াসিফ আহদম, পল্লব মজুমদার, আক্তার মিয়া, উজ্জ্বল দাস পিয়াল প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি পৃথ্বিরাজ দত্ত অভিষেক বলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি যুগান্তকারী প্রদক্ষেণ গ্রহণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট হচ্ছে কোতোয়ালী থানা ছাত্রলীগ। উক্ত কমিটির গঠনের জন্য সিলেট মহানগর ছাত্রলীগে যে সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।