রমজানে অসহায় দু:স্থদের সাহায্য করতে নিজ ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের আহবান জানিয়েছিলেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।
নিজস্ব ফেসবুক আইডিতে +৪৪ ৭৭০১ ০৯৬১৯৯ হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে সাহায্যের জন্য ম্যাসেজ পাঠাতে অসহায়দের প্রতি অনুরোধ জানান তিনি। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ তাকে ম্যাসেজ পাঠিয়েছেন। কেউ নাম ঠিকানা উল্লেখ করে সাহায্য চেয়েছেন। কেউ আবার নাম গোপন করে শুধু সাহায্য রাখার জায়গাটি বলে দিয়েছেন। গত তিন দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ হাজারেরও মানুষের কাছে রমজানের উপহার পৌছেছে বলে নিশ্চিত করেছেন তামিম ইয়াহয়া।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি চানা/ ছোলা, ১ কেজি ডাল ও ৫ কেজি চাল। ফেসবুকে দেওয়া তামিম ইয়াহয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অসহায়-দু:স্থদের রমজানের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের উদ্যোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেখানে আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের ম্যাসেজ করতে বলেছিলাম। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি ম্যাসেজ জমা পড়েছে। তবে, গত তিন দিনে ২ হাজার ৫৭ প্যাকেট উপহার বিতরণ করেছেন আমার কর্মীরা। বাকিরাও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন সময় সিলেট-৬ আসনের অসহায় মানুষদের সাহায্যে বিভিন্ন উদ্যোগে নিয়ে তা বাস্তবায়ন করেছি। এখনো করছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :