হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান।
সভায় ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. আবু হানিফ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাংবাদিক মখলিছ মিয়া, শেখ মো. নুরুল ইসলাম ও উপ-প্রশাসিনক কর্মকর্তা সুব্রতদেবসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘নিত্যপণ্য যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি না করতে পারে এজন্য ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা ও ভোক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’
আপনার মতামত লিখুন :