সিলেট-তামাবিল মহাসড়কে ঘনঘন সড়ক দূর্ঘটনা আশু পদক্ষেপ নিতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের হাতে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সড়কের দূর্ঘটনাকবলিত স্থান এবং কারণগুলো চিহিৃত করে এর যথাযথ প্রতিকারের কার্যকর পদক্ষেপ গ্রহণে সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নব-নির্বাচিত সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: সালাউদ্দিন বেলাল, সহ-সভাপতি এডভোকেট মো: হাসান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট মো: আজমল আলী, এডভোকেট মামুন রশিদ, মো: নজমুল ইসলাম ও মো: মিছবাউল করিম প্রমূখ।
আপনার মতামত লিখুন :