সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি (৩শত) বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানাযায়, আজ ২২ মার্চ শুক্রবার ভোরে উপজেলার ভাতগাঁও গ্রাম জাউয়া বাজারের রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মো. সিকান্দর আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে যশোরের জেলার কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মো. আব্দুল মনাফ (৩০) গ্রেফতার করা হয়।
এ সময় চোরাচালানের পণ্য ব্যবহারে ১টি কার্ভাটভ্যানও জব্দ করা হয়।
ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :