জালালাবাদে বহুতল ভবনে আগুন, শিশু আহত


admin প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন / ১১
জালালাবাদে বহুতল ভবনে আগুন, শিশু আহত

সিলেট নগরীর জালালাবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মার্চ) রাত সাড়ে ১টার দিকে নগরীর জালালাবাদ ২২ নম্বর গলির পাবেল মিয়ার বাসায় আগুন লাগে।

জানা গেছে, বহুতল ভবনের নিচতলায় হঠাৎ করে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এক শিশু দগ্ধ হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।