মধ্যনগরে দুইলাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ৫:০১ অপরাহ্ন / ১৬
মধ্যনগরে দুইলাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাছিমপুর থেকে আবিদনগর নদীপথে বিশেষ অভিযানে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন, অভিযানে এই জালের পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে জনগণকে অবগত এবং সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।